images

দেশজুড়ে

মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপরে

সোমবার, ২০ জুন ২০২২ , ১১:১২ এএম

images

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বাঁধ ভেঙে জেলার ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সোমবার (২০ জুন) সকালে পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের নুরুর বাড়ি-সংলগ্ন স্থানে বাঁধ ভেঙে অন্তত তিন গ্রাম প্লাবিত হয়েছে। এরই মধ্যে বন্যার পানিতে উপজেলার ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। 

পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই স্থানের ভাঙনে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।