images

দেশজুড়ে

নিম্নাঞ্চল থেকে ধীরগতিতে নামছে বন্যার পানি 

রোববার, ০৩ জুলাই ২০২২ , ০১:১৭ পিএম

images

উজানের ঢল ও বৃষ্টিপাত কমে যাওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল থেকে ধীরগতিতে পানি নামছে। তবে বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। বন্যায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। 

সুরমা, বৌলাই যাদুকাটা, চলতি রক্তিসহ জেলার প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে শহরের নিম্নাঞ্চল শান্তিবাগ, সুলতানপুর, পাঠানবাড়ি কালিপুরসহ বেশকিছু আবাসিক এলাকায় বানের পানি আছে। 

এদিকে দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে সামরিক বেসামরিক সংস্থা। অনেক বানভাসির বসতঘর ক্ষতিগ্রস্ত ঘরে পানি থাকায় তারা এখনও আশ্রয়কেন্দ্রে বাস করছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও দ্রুত উন্নতি হবে।