images

দেশজুড়ে

কুমিল্লায় টাকার বিনিময়ে নতুন তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা (ভিডিও)

মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ , ০৩:৫৬ পিএম

images

কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। টাকা খেয়ে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা অর্ন্তভুক্ত করার পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছ থেকেও মোটা অংকের চাঁদা দাবি করছে বাছাই কমিটির কয়েক সদস্য। এসব দুর্নীতি আর অনিয়মের প্রতিবাদ করায় ইতোমধ্যে একজন মুক্তিযোদ্ধাকে হত্যাও করেছে ওই চক্রটি।

দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধার তালিকায় ভেজাল বা ভুয়া ব্যক্তি অর্ন্তভুক্ত হওয়ার প্রমাণ পাওয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সনাক্ত ও তালিকায় অন্তর্ভুক্ত করতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম হাতে নেয় সরকার। কিন্তু অসাধু ব্যক্তিদের অপতৎপরতায় প্রশংসনীয় এ উদ্যোগও এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। কুমিল্লার মুরাদনগরে এ নিয়ে চলছে চরম উত্তেজনা।

সেখানকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের অভিযোগ, মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া অনেক ব্যক্তি মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়ে নিচ্ছেন। টাকার বিনিময়ে যাচাই বাছাই কমিটির একটি পক্ষ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

আবার প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছেও তালিকায় নাম ওঠানোর কথা বলে চাঁদা দাবি করছে এই সিন্ডিকেট। ৫০ হাজার টাকা দাবি করায় জসিম উদ্দিন নামে এক দুস্থ মুক্তিযোদ্ধা এরই মধ্যে আত্মহত্যা করেছেন বলেও দাবি স্থানীয়দের।

স্থানীয়রা বলছেন, মামলার আসাসিরাও এখন মুক্তিযোদ্ধা হচ্ছেন। যাচাই বাচাই কমিটি এসব জেনেও মুখ বুঝে আছে। কেউ কোন প্রতিবাদ করেছে না।

টাকা না দিলে বা প্রতিবাদ করলে জীবন নাশের হুমকি পর্যন্ত দিচ্ছে বাছাই কমিটির সদস্যরা। এমনকি সম্প্রতি হত্যার শিকার ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলমকেও অসাধু চক্রটিই খুন করেছে বলে দাবি স্থানীয় অনেকের।

স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন, জাহাঙ্গীর একজন ভালো মানুষ ছিলেন। সবসময় ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তিনি লড়েছেন। অসাধু এ চক্রটির প্রতিবাদ করায় জাহাঙ্গীকে মেরা ফেলা হয়েছে। আর এখন আমাদেরকেও নানান ভাবে হুমকি দিচ্ছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে বাছাই কমিটির পক্ষে সাফাই গাইলেন মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ।

আর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের বলছেন, প্রশাসন অনেক সজাগ রয়েছে। যেনো কোন ভুয়া মুক্তিাযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে অংশ গ্রহণ করতে না পারে। আর যদি কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় যে ভুয়া মুক্তিযোদ্ধার নাম নেয়া হচ্ছে তাহলে  তা খতিয়ে দেখা হবে।

 

আর/ এমকে