শনিবার, ২৩ জুলাই ২০২২ , ০১:৫৬ পিএম
করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনজন মারা গেছেন। শুক্রবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শনিবার (২৩ জুলাই) ভোররাত সাড়ে ৪টার মধ্যে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। করোনার উপসর্গ ছাড়াও নানান রোগে ভুগছিলেন তারা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন নারী এবং দুজন পুরুষ মারা গেছেন।
৫০ বছর বয়সী ওই নারী মারা গেছেন শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে। এর প্রায় ঘণ্টা দুয়েক আগে মারা গেছেন ৫২ বছর বয়সী একজন পুরুষ। এ ছাড়া শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা গেছেন ৬২ বছর বয়সী আরেকজন পুরুষ। এই তিনজনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
এদিকে ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি নেই। তিনজন মারা গেলেও আরও তিনজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন।
বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন চারজন। ভর্তি অন্য তিনজন করোনা নেগেটিভ। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।
এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ আরটি-পিসিআর ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।