images

দেশজুড়ে

‘মারাত্মক অপুষ্টিতে’ সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যু (ভিডিও)

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ১২:১২ পিএম

images

গেলো এক সপ্তাহে সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যু মারাত্মক অপুষ্টির কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিশেষজ্ঞ দল। সংগ্রহ করা নমুনা বিশ্লেষণের পর চূড়ান্তভাবে শিশুদের মৃত্যুর কারণ জানাবে দলটি।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফৌজদারহাট বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেক্সাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানায় বিশেষজ্ঞ দল।

বিআইটিআইডি হাসপাতাল থেকে পরে বিশেষজ্ঞ দলটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের দেখতে যায়।

সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক আহমেদ ভূঁইয়া জানান, রোগীদের সঙ্গে সাক্ষাত হয়েছে। রক্ত, প্রস্রাবসহ বিভিন্ন নমুনা নিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মারাত্মক অপুষ্টি থেকে শিশুগুলো এ ধরনের রোগে আক্রান্ত হয়েছে।

সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকার মধ্যম সোনাইছড়ি গ্রামের পাহাড়ের ওপরের ত্রিপুরাপাড়ায় এক সপ্তাহে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এদের সবার বয়স ২ বছর থেকে ১০ বছরের মধ্যে।

শিশুদের মৃত্যুতে পরিবারগুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ৪৬ জন শিশুকে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

এ ঘটনা জানার পর বুধবার জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল সোনাইছড়ির ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী পল্লিতে ছুটে যান এবং আক্রান্ত কয়েকজন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেন তারা।

 

 

এসএস