images

দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, ট্রাকচালক গ্রেপ্তার (ভিডিও)

সোমবার, ২৫ জুলাই ২০২২ , ০৪:৩৯ পিএম

images

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পলিটেকনিকের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ট্রাকচালক আমিনুর ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার (২৪ জুলাই) রাত ১১টার দিকে শেরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আমিনুর ইসলামের বাড়ি দিনাজপুরের হোসেনপুর। বাবার নাম আব্দুল কুদ্দুস। তিনি শেরপুরের রাজাপুরে বসবাস করতেন।

সোমবার (২৫ জুলাই) সকালে র‍্যাব-১২’র বগুড়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই দুপুরে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী সাগর মোহন্ত (২১) ও তানভীর হোসেন (২১) নিহত হন। নিহত সাগর দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে এবং তানভীর সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাস হোসেনের ছেলে। তারা দুজনই বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনার পর নিহত সাগরের চাচা শাজাহানপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, ট্রাকচালক দুর্ঘটনার পর থেকেই বগুড়া জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন