সোমবার, ১৭ জুলাই ২০১৭ , ১০:১৩ এএম
ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দরে ৬টি স্বর্ণের বারসহ বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃত স্বর্ণের ওজন সোয়া কেজি।
আটককৃতের নাম, সেলিম হাওলাদার (৫১)। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টুংগী বাড়ী থানার বলয় গ্রামে।
সোমবার সকাল ৭টার দিকে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা তাকে আটক করে।
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা জানায়, আজ সকাল ৮টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের পথে এই যাত্রীকে শনাক্ত করা হয়। পরে গোয়েন্দা কর্মকর্তা দ্বারা ওই ব্যক্তির শরীর তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারি রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালিব জানান, সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমে জমা দেয়া হবে।
এসএস