শনিবার, ১৩ আগস্ট ২০২২ , ০৬:১২ পিএম
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে কপোতাক্ষ নদের জোয়ারের চাপে বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামের অস্থায়ী রিং বাঁধটি ভেঙে যায়।
জানা গেছে, আজ শনিবার দুপুরে জোয়ারে কপোতাক্ষ নদের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে। এর আগে গত ১৭ জুলাই ভাটির টানে বাঁধের ২০০ মিটার জায়গাজুড়ে ভাঙন দেখা দেয়। পরে স্বেচ্ছাশ্রমে সেটি মেরামত করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ওসমান গণি খোকন জানান, ইউপি চেয়ারম্যান আছের আলীর নেতৃত্বে বাঁধ মেরামতে অংশ নেয় গ্রামবাসী। পরে বাঁধ এলাকাবাসী মেরামত করতে সক্ষম হয়েছেন। তবে এই বাঁধ কতটুকু টিকে থাকবে, তা বলা যাচ্ছে না।
এ বিষয়ে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুস ছালাম খান জানান, আজ শনিবার দুপুরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে রিং বাঁধ ভেঙে যায়। এ সময় চারটি গ্রাম প্লাবিত হয়েছে।