images

দেশজুড়ে

বরগুনায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

রোববার, ১৪ আগস্ট ২০২২ , ০১:৪০ পিএম

images

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা ছয়দিন ধরে বরগুনার নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (১৪ আগস্ট) দুপুরের দিকে বরগুনার বিষখালী ও পায়রা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বরগুনার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জোয়ারের পানি বাড়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে বসতঘর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। তীররক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে যেতে পারে বলে আতঙ্কে আছেন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানান, এটি এ মৌসুমের সর্বোচ্চ জোয়ার। গত মঙ্গলবার (৯ আগস্ট) থেকে বরগুনার প্রধান তিন নদীতে (পায়রা-বিষখালী-বলেশ্বর) জোয়ারের পানি বেড়েছে। 

জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রেডিও অপারেটর গোলাম মাহমুদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরগুনায় বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ভারী বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিষখালী নদীর পানির উচ্চতা গত কয়েক দিন যাবত বেশি রয়েছে। বৃষ্টি হ্রাস না পাওয়া পর্যন্ত প্রত্যেক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।