images

দেশজুড়ে

কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বুধবার, ১৭ আগস্ট ২০২২ , ০১:৪০ পিএম

images

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে এক কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। 

বুধবার (১৭ আগস্ট) দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে জনি (৪০)। 

লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, আজ বুধবার সকালে ওই সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান যাচ্ছে এমন সংবাদ পেয়ে গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। এ সময় একজনকে আটক করা হয়। পরে তার শরীরের বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণেরবারের ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। এ সব স্বর্ণের অনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা। জব্দকৃত আলামতসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।