images

দেশজুড়ে

তীব্র গরমে নাকাল দিনাজপুরবাসী (ভিডিও)

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ০৪:৫১ পিএম

images

কয়েক দিনের টানা তাপদাহ আর তীব্র গরমে দিনাজপুরের জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। অনাবৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে যেন বেড়েই চলেছে তাপদাহ। সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। 

বর্ষার ভরা মৌসুম চললেও দিনাজপুরে বৃষ্টি নেই। জুলাই মাসের প্রথম দিকে সামান্য বৃষ্টি হয়েছে। যার পরিমাণ মাত্র ৩৭ মিলিমিটার। রোদের তীব্রতা দিয়ে শুরু হয় সকাল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ আর গরমের তীব্রতায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠছে। 

সব থেকে বেশি বিপাকে পড়ছে শ্রমজীবী মানুষ। রোদের তাপ থেকে রক্ষা পেতে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন অনেকে। দুপুরের দিকে গরমের কারণে রাস্তাঘাটে মানুষ কম বের হচ্ছে।   

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, বর্তমানে দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। উচ্চ তাপমাত্রার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশী থাকার কারণে এ গরম বেশি অনুভূত হচ্ছে।     

 

 

এসএস