images

দেশজুড়ে

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা, ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার 

বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২ , ১১:১০ পিএম

images

রাজশাহীতে কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবার ওপর হামলার ঘটনায় মিরাজ, ফরহাদ ও আখের নামে তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৭ আগস্ট) রাতে রাজশাহী নগরীর মেহেরচণ্ডি থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

এর আগে গত বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী  পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে মাধব শাহা বলেন, গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করলে স্থানীয় কয়েকজন যুবক মিলে তাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিন সরকার, ইরফান খান মেরাজ, রবিন, বেনজির ফরহাদ, আখের ও মামুন স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট শুক্রবার সকালে প্রাইভেটে যাওয়ার সময় কলেজ শিক্ষার্থী কুমারি বর্ষা রাণি শাহাকে বিভিন্নভাবে উত্যক্ত করে ওই উত্যক্তকারীরা। সন্ধ্যায় তার বাবা শ্রী নীল মাধব শাহা এর প্রতিবাদ করতে আসলে উল্টো তার কাছে চাঁদা দাবি করেন তারা। বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর বাবা নগরীর মতিহার থানায় মামলা করতে গেলে তারা বলেন জিআরপি থানায় যেতে। আর জিআরপি থানায় গেলে তারা তাকে মেহেরচণ্ডি থানায় যেতে বলেন। থানা পুলিশ ঘুরে কোনো সুরাহা না পেয়ে  ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চান। 

এই বিষয়ে অভিযুক্ত রুহুল আমিন প্রিন্স বলেছিলেন, মারামারির ঘটনা সত্য। তবে ইভটিজিংয়ের কোনো ঘটনা ছিল না। নীল মাধব সাহা শিবির নেতাদের আশ্রয় দেয়। সে বিষয়ে বাদানুবাদ থেকেই সামান্য হাতাহাতির ঘটনা ঘটে৷ 

মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে চন্দিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় রেল স্টেশন বাজার এলাকা আমাদের থানার আওতার বাইরে। এটা মতিহার থানার ভিতরে পড়েছে৷

আর রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার বলছেন, ঘটনাটি মতিহার থানার অন্তর্ভুক্ত এলাকায় ঘটেছে। ফলে মতিহার থানায় অভিযোগ করতে হবে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী তুহিন বলেন,  অভিযোগ পেয়েছি কিন্তু মামলা আকারে লিপিবদ্ধ করা হয়নি।