images

দেশজুড়ে

বিরল রোগে আক্রান্ত শিশু আলিমুন (ভিডিও)

বুধবার, ১৯ জুলাই ২০১৭ , ০৮:৩৩ এএম

বাগেরহাটে বিরল রোগে আক্রান্ত হয়েছে ৯ বছরের শিশু আলিমুন শেখ। সুস্থ অবস্থায় জন্ম নিলেও বছর কয়েক আগে তার মাথায় টিউমারের মতো অজ্ঞাত এ রোগ দেখা দেয়। 

বাগেরহাটের কচুয়া উপজেলার সোনাকান্দর গ্রামের শিশু আলিমুন। ৪ বছর আগে তার বাবা মারা যান।

খেয়ে না খেয়ে দুই ছেলেকে নিয়ে কোনোরকমে দিনাতিপাত করছিলেন মা সকিনা বেগম। 

এরই মধ্যে আসে বিপদ। আলিমুনের মাথায় টিউমারের মত দানা উঠতে থাকে।

প্রথমে অল্প কয়েকটি এবং ছোট আকারে দেখা দিলেও, ক্রমশ সংখ্যা বাড়তে থাকে এবং সেগুলো বড় হতে থাকে।

এ ঘটনায় দিশেহারা হয়ে পড়ে হতদরিদ্র আলিমুনের পরিবার। চিকিৎসা করানোর এতটুকু সামর্থ্য তাদের নেই। 

এদিকে বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল আলিমুনের বিষয়টি জেনে তাকে হাসপাতালে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন। 

এখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া আলিমুনকে বাঁচাতে এগিয়ে আসতে সরকার ও বিত্তবানদের প্রতি আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।

এসএস