শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ , ০৯:৫০ পিএম
ডিম ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা না টানানোয় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর শাহ আলী থানার শাহ আলী মার্কেটের ডিমের আড়তে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে হেলাল ডিমের আড়ত ও মুনির ডিমের আড়তকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নিজেরা অর্গানিক সিল লাগিয়ে বেশি দামে ডিম বিক্রি করলেও অর্গানিক ডিমের স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় ভাই ভাই আড়তকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।