images

দেশজুড়ে

ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১ 

শনিবার, ২০ আগস্ট ২০২২ , ০৭:১৮ পিএম

images

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২০ আগস্ট) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবুল কাশেম (৫২)। 

ভুক্তভোগীর বাবা জানান, কাশেম সম্পর্কে তার আত্মীয় হয়। শুক্রবার (১৯ আগস্ট) একটি অনুষ্ঠানে সবার দাওয়াত ছিল। সেখান থেকে খেয়ে তারা তাদের ঘরে চলে এলে কাশেম ভুক্তভোগী শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ঘরে নিয়ে যায়। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। পরে ঘরে গিয়ে কান্না করতে করতে বিষয়টি মায়ের কাছে জানায়। এ সময় কাশের অন্যত্র চলে যায়। 

তিনি আরও জানান, একই দিন রাতে ঘরে ফিরলে তারা কাশেমকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বিষয়টি স্বীকার করে। একই সঙ্গে কাউকে কিছু না জানাতে অনুরোধ করে। এ সময় ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।