images

দেশজুড়ে

অজ্ঞাত দুই লাশ বুড়িগঙ্গায়

শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২ , ০৮:১১ পিএম

images

বুড়িগঙ্গার নদীর বসিলা এলাকা ও ঢাকা উদ্যান পাড়ে দুজনের পুরুষের লাশ ভেসে উঠেছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে লাশ দুটি উদ্ধার করে নৌ পুলিশের সদস্যরা।

আমিনবাজার নৌ পুলিশ থানা ও বসিলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ দুটি উদ্ধার করে। লাশের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান বলেন, হাজারীবাগে সিকদার মেডিকেলের পাশে নদীতে লাশ ভেসে ওঠলে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। উদ্ধার হওয়া পুরুষের পরিচয় শনাক্তে চেষ্টা করছি আমরা।

অপরদিকে ঢাকা উদ্যান এলাকার সাইনিস্ট গার্মেন্টসের পাশ থেকে লাশ উদ্ধার বিষয়ে আমিনবাজার নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বুড়িগঙ্গা নদী থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। 

দুইটি ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি হাসপাতালে পাঠানো হবে বলে জানান নৌ পুলিশের সদস্যরা।