images

দেশজুড়ে

ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোণার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রোববার, ১৮ সেপ্টেম্বর ২০২২ , ১২:১৪ পিএম

images

ময়মনসিংহে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোণা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। 

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।