images

দেশজুড়ে

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা (ভিডিও)

সোমবার, ২৪ জুলাই ২০১৭ , ০৫:২৩ পিএম

images

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় খোরশেদ আলম খুশি (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার ওসি মনজুর রহমান আরটিভি অনলাইনকে জানিয়েছেন, খোরশেদ আলম খুশি ও তার প্রতিবেশী আবুল হোসেন একটি জমি ভাগাভাগি করে কিনেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ বাধে। সোমবার সকালে নিহত খুশির বাড়ির আঙ্গিনায় জমির ভাগাভাগি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছিল। এক পর্যায়ে জমির মাপজোক নিয়ে খুশির সঙ্গে আবুল হোসেনের ছেলে আব্দুল আজিজের বাকবিতণ্ডা হয়। পরে আব্দুল আজিজ, এরশাদ আলী ও আমিনুল ইসলাম এই তিন ভাই মিলে  শাবল, লাঠি  দিয়ে খুশিকে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই খুশি মারা যান।

তাড়াশ থানার ইন্সপেক্টর (তদন্ত) ফজলে আশিক আরটিভিকে অনলাইনকে জানান, নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

জেবি/ এমকে