images

দেশজুড়ে

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সেই সেনাসদস্য শরীফ

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ , ০৬:১১ পিএম

images

মধ্য আফ্রিকায় বোমা বিস্ফোরণে নিহত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনাসদস্য শরীফ হোসেনের (২৬) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচির নিজ গ্রাম পৌর এলাকার বেড়াখারুয়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে শরীফের মরদেহ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সেনাসদ্য শরীফের দাফনে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল, ভাইস-চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সেলিম রেজা, বেলকুচির সাবেক সেনাসদস্যরাসহ শরীফুলের আত্মীয়-স্বজনসহ এলাকার হাজারও মানুষ।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে শরীফ হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনীর আরও দুই সদস্য সৈনিক জাহাঙ্গীর আলম ও জসিম উদ্দিন নিহত হন।