বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ , ১১:৫৩ এএম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সুদের টাকা না পেয়ে মিথ্যা কথা বলে এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ সময় দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে শেরালী (৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন (৩৫)।
ভুক্তভোগী নারী জানান, আমার স্বামী ট্রাকের হেলপার। গত সোমবার রাতে কাজে চলে যান তিনি। একই দিন গভীর রাতে ইয়াসিন ও শেরালী মদ্যপান করে আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এ সময় আমি ঘর থেকে বাইরে বের হলে তারা জানান, ‘তোর স্বামীর কাছে ১৬ বছর আগের পাওনা সুদের টাকা না দেওয়ায় তাকে বাড়ির বাইরে বেঁধে রাখা হয়েছে। তুই গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আয়’।
তিনি আরও জানান, আমি বিশ্বাস করে তাদের সঙ্গে বাড়ির বাইরে যাই। এ সময় তারা আমার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্বামী বাড়ি এলে তাকে বিষয়টি জানাই।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, বুধবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।