images

দেশজুড়ে

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই শিক্ষার্থীর মৃত্যু

সোমবার, ২১ নভেম্বর ২০২২ , ০৮:৪৪ পিএম

images

মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সিরাজগঞ্জের তাড়াশে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাব্বী আহমেদ (২০) ও শামীম আহমেদ (২১) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের হাজী শামসুল আলমের ছেলে রাব্বী আহমেদ (২০) ও তার বন্ধু চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের বাসিন্দা শামীম আহমেদ (২১)।

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক জানান, বৈদ্যনাথপুর গ্রামের রাজশাহী কলেজ পড়ুয়া রাব্বীর বাড়িতে তার বন্ধু শামীম বেড়াতে আসে। পরে বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পথে বেরখালী নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শামীম আহমেদ মারা যান। এদের মধ্যে রাব্বীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।