images

দেশজুড়ে

৪ ঘণ্টা পর পাটু‌রিয়া-দৌলত‌দিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ , ১০:১১ এএম

images

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। 

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে একই দিন ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় চারঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। 

তিনি আরও জানান, বুধবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকে। ইতোমধ্যে তাদের সিরিয়ালে পার করা হচ্ছে।