images

দেশজুড়ে

পুরান ঢাকায় ফের আগুন

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ , ০৭:০০ পিএম

images

রাজধানীর পুরান ঢাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার এ ঘটনা ঘটেছে নাজিরাবাজারের আলুবাজার এলাকায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আলুবাজারে একটি পাঁচ তলা ভবনে থাকা জুতার কারখানায় আগুন লাগে। 

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে ছুটে যায়। এর কিছু সময় পরই আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এই তথ্য নিশ্চিত করে বলেন, বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।