শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ , ০২:০৯ পিএম
হবিগঞ্জের নবীগঞ্জে শীতকালীন মহড়ার সময় একটি বাংকার খুড়তে গিয়ে মাটিচাপা পড়ে মো. সাজ্জাদুল ইসলাম নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত সেনা সদস্য সাজ্জাদুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শংকরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ২১ ইঞ্জিনিয়ার কোর সিলেট সেনানিবাসের কর্মরত ছিলেন। তার নম্বর ১৪৫৩৮৪৭।
নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোরশেদ সরকার জানান, সিলেট সেনানিবাসের একটি টিম উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার এলাকায় শীতকালীন মহড়া দিচ্ছিল। এক পর্যায়ে টিমের সদস্যরা বাংকার খুড়তে যায়। এ সময় মাটিচাপা পড়ে গুরুতর আহত হন সেনা সদস্য সাজ্জাদুল ইসলাম। তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামীমুল হক জানান, সাজ্জাদুল ইসলাম নামে ওই সেনা সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।