images

দেশজুড়ে

‘মেশিন কখনও বেইমানি করে না’

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ , ০১:৪৭ পিএম

images

ইভিএম মেশিন সম্পর্কে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, মেশিন কখনও বেইমানি করে না। তাই ইভিএমের ওপর জনগণের আস্থা অর্জন করতে হবে। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে খুলনা নগরীর আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় এ কথা জানান তিনি।

মো. আহসান হাবিব খান (অব.) বলেন, ভোটারদের আস্থা অর্জনে আমরা অনেক এগিয়ে গেছি। নির্বাচন সুন্দর করতে হলে প্রশাসন, পুলিশ, জনগণ ও রাজনৈতিক দলসহ সবার ঐক্য প্রয়োজন। এককভাবে কারও পক্ষেই নির্বাচন সুন্দর করা সম্ভব নয়।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, জেলা প্রশাসনের উপপরিচালক মো. ইউসুফ আলী ও মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবীর।