images

দেশজুড়ে

রাস্তার পাশে পড়েছিল নবজাতকের মরদেহ 

শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩ , ০৮:৫০ এএম

images

সাভারে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে আশুলিয়া ভাদাইল-পবনারটেক আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ভাদাইল-পবনারটেক আঞ্চলিক সড়কের পাশ এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, শুক্রবার বিকেলে খবর পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।