রোববার, ১৫ জানুয়ারি ২০২৩ , ১০:০৯ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় খুলনাগামী গোয়ালন্দ নকশীকাথা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) রাতে ট্রেনের ম্যানেজার মো. শাহীন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
মো. শাহীন হোসেন জানান, রোববার রাতে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা ট্রেনটি কালীগঞ্জ সুন্দরপুর রেলস্টেশনের সন্নিকটে একতারপুর মাঠের মধ্যে ডাম্পার ভেঙে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।