images

দেশজুড়ে

বিয়েবাড়িতে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ , ১১:১৭ পিএম

images

বিয়েবাড়িতে চাঁদা দাবির অভিযোগে রাজধানীর মিরপুর থেকে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুরের তিন নম্বর সেক্টর থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তৃতীয় লিঙ্গের চারজন হলেন, সুমি (২২), ঈশানী (২৫), বৃষ্টি আফরিন (২৫) ও  মধু (৩২)।

পুলিশ জানিয়েছে, মিরপুরের তিন নম্বর সেক্টরের আট নম্বর রোডে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। খবর পেয়ে তৃতীয় লিঙ্গের চারজন ওই বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা চিৎকার শুরু করেন। একপর্যায়ে ওই চারজন বিয়ে বাড়িতে তাণ্ডব চালান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।