বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ , ০৯:২৫ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়ি এলাকার মো. মানিক পাটোয়ারীর স্ত্রী মোছা. আনোয়ারা বেগম (৩৫)।
অভিযুক্ত ব্যক্তি পাটোয়ারী চাঁদপুর সদরের মুন্সিরহাটি গ্রামের মৃত শরাফত পাটোয়ারীর ছেলে।
জানা গেছে, কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে বুধবার বিকেলে মানিক তার স্ত্রীকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান তিনি। পরে আহত আনোয়ারাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, বুধবার রাতে নিহতের মেয়ে মোছা. স্বর্ণালী বাদী হয়ে বাবাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।