images

দেশজুড়ে

এলজিইডির রোলারচালক সাবু কারাগারে

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ , ১০:২০ পিএম

images

অর্থ আত্মসাতের মামলায় এলজিইডির রোলারচালক শফিকুল ইসলাম সাবুকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফুজ্জামান এ আদেশ দেন। এর আগেও দুইবার তার (সাবু) জামিন নামঞ্জুর করা হয়েছিল।

শফিকুল ইসলাম পাবনা সদর উপজেলার গোবিন্দা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, শফিকুল ইসলাম তার সরকারি চাকরির বিষয়টি গোপন রেখে ২০১২ সালে ‘সুবসতি’ নামে একটি এনজিও সংস্থার জমি দেখাশোনার জন্যে চাকরি নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে আসেন। এরপর তিন থেকে চার বছর পর সংস্থাটির জমি নিয়ে তালবাহানা শুরু করেন তিনি।

সংস্থাটির কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে প্রায় দশ একর জমির মালিক সেজে স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

এ ঘটনায় ২০২২ সালের ১৮ এপ্রিল সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুরুজ্জামান বাদী হয়ে সাবুকে প্রধান আসামি করে পঞ্চগড় আদালতে মামলা দায়ের করেন।

 আদালত র‍্যাব-১৩-কে মামলাটির তদন্তভার দেন। পরে র‍্যাব একই বছরের ৩ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত 
আসামি শফিকুল ইসলাম সাবুসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ঘটনায় চলতি বছরের ৮ জানুয়ারি সাবু ও তার দুই সহযোগী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত প্রধান আসামি সাবুকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন এবং বাকি দুই আসামির জামিন মঞ্জুর করেন।
 
মামলার বাদী সুরুজ্জামান জানান, আমি খুব ভীত এবং আতঙ্কিত অবস্থায় আছি। আসামি শফিকুল জেল থেকে বের হলে আমার জীবন হুমকিতে পড়বে। কারণ, এর আগেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন তিনি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান জানান, এ মামলায় আসামির বিরুদ্ধে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই আদালত তার (সাবু) জামিন নামঞ্জুর করেছেন।