মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ , ০৬:২৬ পিএম
পটুয়াখালীর মহিপুরে ৫০ মণ জাটকা ইলিশসহ একটি মাছ ধরা ট্রলার জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোনো জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। পরে এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ বলেন, মঙ্গলবার সকালে সমুদ্রে টহল চালায় কোস্টগার্ড। এ সময় জাটকা বহনকারী ওই ট্রলারটিকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তবে এ সময় ট্রলারের চালক ও তার সহকারী পালিয়ে যায়।