images

দেশজুড়ে

মহিপুরে ৫০ মণ জাটকা জব্দ

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ , ০৬:২৬ পিএম

images

পটুয়াখালীর মহিপুরে ৫০ মণ জাটকা ইলিশসহ একটি মাছ ধরা ট্রলার জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোনো জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। পরে এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। 
 
নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ বলেন, মঙ্গলবার সকালে সমুদ্রে টহল চালায় কোস্টগার্ড। এ সময় জাটকা বহনকারী ওই ট্রলারটিকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তবে এ সময় ট্রলারের চালক ও তার সহকারী পালিয়ে যায়।