images

দেশজুড়ে

পেনশনবঞ্চিত ১৭ কর্মচারী পেলেন সোয়া কোটি টাকা

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:২৬ এএম

images

পটুয়াখালী পৌরসভার পেনশনবঞ্চিত ১৭ কর্মচারীকে এককলীন পেনশনের ১ কোটি ২১ লাখ ২০ হাজার ৮২৫ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার হলরুমে অবসরপ্রাপ্ত কর্মচারী ও পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর করেন মেয়র মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, পৌরসভায় সারাজীবন চাকরি করে শেষ জীবনে নিজের অধিকার পেনশনের টাকা না পাওয়ার যে ট্রেডিশন সেটি ভাঙার চেষ্টা করেছি। 

মহিউদ্দিন আহম্মেদ বলেন, এসব মানুষের হাতে এককালীন তাদের প্রাপ্য টাকার চেক তুলে দিতে পেরে নিজের কাছেই একটা ভালো লাগা কাজ করেছে।

এ সময় পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।