images

দেশজুড়ে

প্রচণ্ড বাতাসের কবলে জাহাজ, নিরাপদে ফিরেছে পর্যটকরা

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:০৭ এএম

images

সেন্টমার্টিন থেকে ফেরার পথে হঠাৎ প্রচণ্ড বাতাসের কবলে পড়েছে পর্যটকবাহী জাহাজগুলো। এ সময় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া জাহাজগুলো টেকনাফ দমদমিয়া ঘাটে নির্ধারিত সময়ে পৌঁছাতে সক্ষম হয়। এ সময় জাহাজগুলোতে হাজারেরও বেশি পর্যটক ছিল। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পর্যটকদের নিয়ে সেন্টমার্টিন থেকে ফিরতি পথে এ অবস্থার মুখোমুখি হয় জাহাজগুলো।  এ সময় অনেক পর্যটক কান্নায় ভেঙে পড়েন। 

জানা গেছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ভিডিওতে দেখা যায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এসটি সুকান্ত বাবু সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে টেকনাফের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। অন্য একটি ভিডিওতে একই দৃশ্য দেখা যায় পারিজাত নামের একটি জাহাজের। 

সেন্টমার্টিন থেকে ফেরা পর্যটক জানান, মঙ্গলবার সকালে সেন্টমার্টিন রওনা দেওয়ার সময় বাতাস না থাকায় নাফ নদ ও বঙ্গোপসাগর শান্ত ছিল। তবে একই দিন বিকেলে জাহাজগুলো সেন্টমার্টিন ছেড়ে কিছুপথ আসতে বাতাস শুরু হয়। এতে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের বঙ্গোপসাগর অংশে উত্তাল ঢেউ আছড়ে পড়ে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ প্রচণ্ড বাতাসের কারণে সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে পর্যটকবাহী জাহাজগুলো দুলছিল। প্রতিদিনের সার্বিক পরিস্থিতি তদারকি করতে কাল থেকে আমাদের একটি টিম মাঠে থাকবে।