images

দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

শুক্রবার, ১০ মার্চ ২০২৩ , ০৫:০৭ পিএম

images

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু জাফর শাহীন (৪০) নামে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সার্জেন্টের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের মজিবর নেগাবানের বড় ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু জাফর শাহীন প্রতিদিনের মতো শেখ হাসিনা সেনানিবাসের সামনে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে লেবুখালী-বগা রোডস অ্যান্ড হাইওয়ের বায়তুল রুহুল আমিন কমপ্লেক্স এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। পথচারীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ওসি আবদুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।