রোববার, ১৯ মার্চ ২০২৩ , ০২:০৮ পিএম
বাগেরহাটের মোংলা উপজেলায় জোরপূর্বক কৃষি ও মৎস্য জমি দখল করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম শেখ। এদিকে এর প্রতিবাদে রোববার (১৯ মার্চ) সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে আসা অনেকের হাতে আ. সালাম ভূমিদস্যু, রাজাকার, নারী নির্যাতনকারী ও মোবাইল চোর লেখা প্লেকার্ড দেখা যায়। পরে মানববন্ধ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেয় এলাকাবাসী।
এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, আবদুস সালাম একজন চিহ্নিত ভূমিদস্যু। সে এলাকার অনেক জমি জোরপূর্বক দখলে নিয়ে মাছ চাষ করছে। সুন্দরবন ইউনিয়নের নজরুল হাওলাদার, হেমায়েত হাওলাদার, আবদুর রশিদ, তৈয়বুর রহমান, ফজলু ও ইউসুফ আলীসহ একাধিক লোকের প্রায় ১০০ একর কৃষি ও মৎস্য জমি দখলে নিয়ে রেখেছে। দীর্ঘদিন দখলে রাখা এই জমি ফেরত বা লিজের টাকা চাইতে গেলে তাদেরকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে আবদুস সালাম জানান, ‘সে কারও জমি জোরপূর্বক দখলে নেয়নি। লিজের টাকা পরিষদ করেই সে কৃষি ও মৎস্য জমি ভোগ করছেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ বলেন, আবদুস সালামের বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে ডেকে এ বিষয়ে সমাধান করা হবে।