images

দেশজুড়ে

সিরাজগঞ্জে বজ্রপাতে মারা গেছে ৫ গরু

সোমবার, ২০ মার্চ ২০২৩ , ০৫:০৮ পিএম

images

সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলংজানি গ্রামে বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ মার্চ) ভোর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এসিড বৃষ্টির সঙ্গে দফায় দফায় বজ্রপাতে উপজেলার এলংজানি গ্রামের মাজেদ আলী প্রামানিকের গোয়াল ঘরে বজ্রপাতে পাঁচটি গরু মারা গেছে। এতে মাজেদ আলীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরুগুলো নিস্ব হয়ে পড়েছে কৃষক মাজেদ আলী। 

মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, দুই ঘণ্টার বৃষ্টি ও বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। তবে এ সময় কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে পাঁচটি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।