images

দেশজুড়ে

লক্ষ্মীপুরে পাসপোর্টসহ ১২ দালাল আটক

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ , ০৯:১৪ পিএম

images

লক্ষ্মীপুর জেলার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, ১৮টি পাসপোর্ট ডেলিভারি রিপোর্ট ও আটটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। 

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায় র‌্যাব। 

আটকরা হলেন- শাকিল আল মাহমুদ, তপু হোসেন, মো. হোসেন, মো. শাহিন, মো. কামাল, জাকির হোসেন, ইকবাল হোসেন, ফজলুল করিম, জাহিদ ইসলাম, বেলায়েত হোসেন, নোমান সিদ্দিক ও মোরশেদুল আলম। 

র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দালাল চক্রের সদস্যদের আটকে আমাদের অভিযান অব্যাহত থাকবে