images

দেশজুড়ে

ফেনীর ঐতিহ্য রাজাঝির দিঘি

রোববার, ০২ এপ্রিল ২০২৩ , ০১:৪৪ পিএম

images

রাজাঝির দিঘি ফেনীর একটি ঐতিহ্যবাহী দিঘি। জেলার জিরো পয়েন্টে ও ফেনী ট্রাংক রোডের সংযোগস্থলে এটি অবস্থিত। এ দিঘিটি ফেনীর শতবর্ষের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের একটি। শতবছরেও দিঘির স্বচ্ছ জল রূপ-সৌন্দর্য্য আজও কিছুটা ধরে রেখেছে।

জনশ্রুতি আছে, ত্রিপুরা মহারাজের একজন রাজার কন্যার অন্ধত্ব দূর করার মানসে এ দিঘি খনন করেন। স্থানীয় ভাষায় কন্যাকে ঝি বলা হয় তাই দিঘিটির নামকরণ করা হয় ‘রাজাঝির দিঘি’। ১৮৭৫ সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হলে তার সদর দপ্তর গড়ে তোলা হয় এই রাজাঝির দিঘির পাড়ে। দিঘির পাড়ে বর্তমানে ফেনী সদর থানা, ফেনী কোর্ট মসজিদ, অফিসার্স ক্লাব, ফেনী রিপোর্টাস ক্লাব, জেলা পরিষদ পরিচালিত শিশু পার্কসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গড়ে উঠেছে। 

এদিকে কিছুদিন আগে ময়লা-আবর্জনা পড়ে ও দিঘির চারপাশে দোকান বসে দিঘির সৌন্দর্য হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে দিঘির ঐতিহ্য ও রূপ ধরে রাখার জন্য সংস্কারের উদ্যোগ নেয় জেলা প্রশাসক ও ফেনী পৌরসভা। ফেনী পৌরসভা দিঘির তিন দিকে উত্তর-দক্ষিণ-পূর্ব পাশে দেওয়াল নির্মাণ করে। পশ্চিম পাশে এখনও পুরাতন ভাঙা ঘাট দেখা যায়। দর্শনার্থীর বসার জন্য পূর্ব-দক্ষিণ পাশে ঘাটের ওপর পাকা সিঁড়ি বানানো হয়েছে। বিকেল বেলায় সর্বস্তরের লোকজন এসে বসে যাতে সময় কাটাতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। লোকজন অবাধে চলাচলের জন্য দিঘির দুই পাশ কিছুটা উন্মুক্ত আছে। 

ফেনী জেলা পরিষদ সূত্রে জানায়, প্রায় দেড়শ বছর আগে এ দিঘির পাড়ে গড়ে ওঠা প্রশাসনিক কার্যালয়গুলো ১৯৮৪ সালে ফেনী জেলা হওয়ার পর অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে কিছু ভবন এখনও পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে। 

দর্শনার্থীরা জানান, ঐতিহাসিক রাজাঝির দিঘির সুনাম রক্ষার্থে পৌরসভার মেয়রের আরও নজরদারি দরকার। পাশাপাশি বরাদ্দ বাড়িয়ে নান্দনিক পরিবেশ তৈরির দাবি এলাকাবাসীর।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, ঐতিহাসিক রাজাঝির দিঘিকে নান্দনিক পরিবেশে ফিরিয়ে আনা হবে। ইতোমধ্যে জনগণের চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে। আরও বরাদ্দ দেওয়া হবে। আগামীতে মেরামতসহ আরও বিভিন্ন উন্নয়ন কাজ করবো।