images

দেশজুড়ে

এনজিও কর্মী খুনের আসামি সিলেট থেকে গ্রেপ্তার

মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ , ০৩:১৯ পিএম

images

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক এনজিও কর্মীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি টিম।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭-এর পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে এনামুল হক ওরফে এনাম (২৭)। 

নিহত ব্যক্তির নাম চম্পা চাকমা (২৮)। তিনি এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ) হিসেবে রাঙ্গুনিয়ার ধামাইরহাট শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত ৫ মে রাত সাড়ে ৮টায় পদক্ষেপের ধামাইরহাট ব্রাঞ্চের অফিসে কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশে সহকর্মী সপ্তর্ষী চাকমাসহ বের হয়েছিলেন চম্পা। ওই অফিসের সামনে ঋণগ্রহীতা এনামুল দাঁড়িয়ে ছিলেন। ঋণের কিস্তি দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে চম্পার কাটাকাটি হয়। এক পর্যায়ে এনামুল চম্পার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে মামলার এজাহারে বলা হয়, খুনে অংশ নেওয়া এনাম তার বোনের মাধ্যমে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ওই ঋণের কিস্তি দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেননি। চম্পা ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য তাগাদা দিয়ে আসছিলেন। এ কারণেই ক্ষিপ্ত হয়ে এনামুল ছুরিকাঘাতে চম্পাকে খুন করেন।

মো. নূরুল আবছার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব এনামুলকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। এক পর্যায়ে র‌্যাব গোপন সংবাদে জানতে পারে, আসামি এনামুল সিলেটের জৈন্তাপুরের আসামপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৯ সিলেট যৌথ আভিযান চালিয়ে সোমবার রাতে ওই এলাকা থেকে এনামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় চম্পার বোনের স্বামী সোহেল চাকমা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।