images

দেশজুড়ে

একজনের কবজি বিচ্ছিন্ন করাসহ তিন ভাইকে কুপিয়ে জখম

রোববার, ০৯ এপ্রিল ২০২৩ , ০৯:৩৩ পিএম

images

ফরিদপুরে খালাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে একজনের কবজি কর্তনসহ তিন ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। 

রোববার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিন ভাই হলেন, ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা তারা ফকিরের ছেলে মোহসিন ফকির (৪৫), মজনু ফকির (৩৫) ও বজলু ফকির (৩২)।

এরমধ্যে মোহসিন ফকিরের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ডান হাঁটুতে কোপের ক্ষত রয়েছে। মজনু ফকিরের মাথা ও মুখে ধারাল অস্ত্রের কোপ রয়েছে এবং বজলু ফকিরের হাত ও কাঁধে কোপ রয়েছে।

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মহসিন ফকির ও মজনু ফকিরকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করেন। অপর এক ভাইকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে।