images

দেশজুড়ে

স্ত্রীকে খুন করে পানির ট্যাংকে মরদেহ রেখে পালাল স্বামী 

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ , ০৯:৩৮ পিএম

images

স্ত্রীকে খুন করে পানির ট্যাংকে মরদেহ রেখে পালিয়ে যান স্বামী হাসান আকন্দ। এরপর পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে চাকরি করেন।

বুধবার (১২ এপ্রিল) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরের একটি গরুর খামার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

হাসান আকন্দ পেশায় একজন রিকশাচালক। সার্জিনা আক্তার পোশাক কারখানার শ্রমিক। তাদের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান আছে।

পাঁচ মাস আগে নগরের ইপিজেড এলাকায় খুন হওয়া এ ঘটনার ছায়া তদন্ত শুরু করেছিল পিবিআই চট্টগ্রাম মেট্রো শাখা। তদন্তে স্ত্রী খুনের ঘটনায় স্বামী হাসান আকন্দের সম্পৃক্ততা পায় পিবিআই।

পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা গণমাধ্যমকে বলেন, মামলাটি ছায়াতদন্ত করতে গিয়ে পিবিআই হাসান আকন্দের সম্পৃক্ততা পায়। কিন্তু ঘটনার পর পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চাকরি করেন তিনি। ধরা পড়ার ভয়ে হাসান কোনো মুঠোফোনও ব্যবহার করতেন না। ছায়া তদন্তের একপর্যায়ে পিবিআই গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে মরদেহ বাসার পানির ট্যাংকে রাখার কথা স্বীকার করেছেন হাসান।

গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বাসার পাঁচতলার পানির ট্যাংকের ভেতর থেকে সার্জিনা আক্তার (২০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের খালা স্মৃতি বেগম বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। এতে আসামি করা হয় স্বামী হাসান আকন্দকে।