images

দেশজুড়ে

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে : আইজিপি

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ , ০৭:১৩ পিএম

images

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনের পর আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পদ্মা সেতু দিয়ে মানুষ দ্রুত সময়ে পার হয়ে যেতে পারে। রাস্তা অনেক ভালো হয়েছে। এ ছাড়া সব জায়গাতেই পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। আশা করি, মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।

পুলিশপ্রধান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট, এপিবিএন, র‌্যাব, আনসার সদস্য ও পুলিশের সকল ইউনিট কাজ করছে। আমাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছেন।

আইজিপি বলেন, আমি নিজে বিভিন্ন জায়গা ভিজিট করেছি। বেশি ভাড়া নেওয়ার বিষয়টি আমার চোখে পড়েনি। সাংবাদিকরা যদি এমন কোনো অভিযোগ পান তাহলে আমাদের জানাবেন। যাত্রী সাধারণের যাত্রা সুগম করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।

এ সময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান, আবু তোরাব মো. শামসুর রহমান ও আলমগীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।