মঙ্গলবার, ০২ মে ২০২৩ , ০৯:২৭ এএম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে পেরেক পুঁতে সিমেন্টবোঝাই একটি ট্রাক ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা।
মঙ্গলবার (২ মে) বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ মে) রাত পৌনে ১১টায় ওই মহাসড়কের মানিকপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার (১ মে) রাতে ওই মহাসড়কে পেরেক পুঁতে ফাঁদ পেতে থাকে ডাকাত দল। পরে নারায়ণগঞ্জ থেকে নওগাঁগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক ব্যারিকেডের কবলে পড়ে। এ সময় ট্রাকের চাকা পাংচার হওয়ায় ট্রাকটি থামান ড্রাইভার। পরে মুহূর্তেই ট্রাকের ড্রাইভারের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টা করে ডাকাতরা। কিন্তু ওই সময়ই টহল পুলিশের একটি দল এ পথে আসছিল। পরে টহল পুলিশকে দেখে পার্শ্ববর্তী বিলের রাস্তা দিয়ে পালিয়ে যায় তারা। এ সময় সংবাদ পেয়ে পুলিশের আরও বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
ওসি আবু সিদ্দিক জানান, সোমবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতদের গ্রেপ্তারে মানিকপুর বিলে এলাকায় অভিযান শুরু হয়েছে।