শনিবার, ০৬ মে ২০২৩ , ০৯:০৫ পিএম
টাঙ্গাইলের দেলদুয়া উপজেলার দেউলী ইউনিয়নে মা ও শিশু সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৬ মে) দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃদা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় ওই ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম, তার দুই ছেলে মাশরাফি (২) ও মুশফিক (৫)।
নিহতের স্বামী হলেন, দেউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) ফজলুরের ছেলে শাহেদ।
স্থানীয়রা জানান, মনিরা বেগমের ঝুলন্ত মরদেহে মাটি লেগে ছিল এবং সন্তানদের মরদেহ বিছানার ওপর পড়েছিল। পারিবারিক কলহের জেরে এটি ঘটে থাকতে পারে। কারণ নিহতের স্বামী মাদকাসক্ত ছিলেন।
এ বিষয়ে উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা হক জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শাহেদের স্ত্রী ও তার দুই শিশু সন্তানের মরদেহ পাওয়া যাওয়ার সংবাদ পেয়েছি। এ সময় ঘরের ভেতর থেকে তাদের ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী মাদকাসক্ত ছিল। এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করতো সে। তিনজনকে খুন করে সে পালিয়ে গেছে এমনটি জানিয়েছে স্থানীয়রা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃদা জানান, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর শাহেদ পলাতক রয়েছেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহগুলো ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।