images

দেশজুড়ে

‘মাদরাসায় এসে শুনি আমার ছেলেও বলাৎকারের শিকার’

বুধবার, ১০ মে ২০২৩ , ১২:৩৮ পিএম

images

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসার সহকারী পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ মে) রাতে পটিয়া পৌর সদরের ২নং ওয়ার্ডের একতা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত নুর আহমেদের ছেলে মো. মঈন উদ্দিন (২৪)। তিনি পটিয়া পৌর সদরের ২নং ওয়ার্ডের একতা আবাসিক এলাকার আনওয়ারুল কোরআন মারকাজুল তাহফিজ মাদরাসার সহকারী পরিচালক।

জানা যায়, আনওয়ারুল কোরআন মারকাজুল তাহফিজ মাদরাসার প্রায় শতাধিক শিশু কোরআন শিক্ষা নেয়। সেখানকার ১০ ও ১২ বছর বয়সী দুই ছাত্রকে ওই পরিচালক ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় বলাৎকার করেছে।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, প্রায় দেড় বছর আগে তার ছেলেকে মাদরাসায় ভর্তি করি। গত রোববার রাতে আমার ছেলে হুজুরের নির্যাতনের বিষয়টি জানান। এরপর সোমবার রাতে মাদরাসায় এসে হুজুরকে আটকে রেখে পুলিশে সংবাদ দেই।

মামলার বাদী অপর শিশুর বাবা জানান, আমার ছেলে ও অন্য শিশুর মাধ্যমে বিষয়টি জানতে পেরে মাদরাসায় আসি। পরে জানতে পারি আমার ছেলেও হুজুরের নির্যাতনে শিকার হয়েছে। তাই হুজুরকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছি।

পটিয়া থানার (ওসি) তদন্ত সাইফুল ইসলাম জানান, সোমবার পৃথক দুজন অভিভাবক তাদের মাদরাসা পড়ুয়া ছেলেকে বলাৎকারের অভিযোগে মাদরাসার সহকারী পরিচালকের বিরুদ্ধে গত মঙ্গলবার পটিয়া থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।