রোববার, ২১ মে ২০২৩ , ০৯:৩২ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২১ মে) বিকেলে উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর ও শান্তিপুর গ্রামের মাঝামাঝি একটি ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- হরিপুর গ্রামের সাহাজুল মিয়ার ছেলে পলাশ মিয়া (১৬) এবং শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াছিন আহমদ (১৭)।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, বোরো ধানের মাঠে এলাকার কিশোর-তরুণরা ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে দু’জন মারা যায়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর বলেন, বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।