images

দেশজুড়ে

বিস্কুট ও সিগারেট বিক্রির দোকানে গাঁজা, গ্রেপ্তার ২

রোববার, ২৮ মে ২০২৩ , ০৭:২৬ পিএম

images

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি বসতবাড়ির সামনের দোকান থেকে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 

তারা হলেন- মো. জহুরুল ইসলাম ওরফে বাবু (৩৭) এবং মো. শহিদ আলী (৫৭)। 

শনিবার রাতে উপজেলার ছোট খাটামারী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুলের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে। তিনি এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট খাটামারী গ্রামের শহিদ আলীর বাড়িতে অবস্থিত দোকানঘরে তল্লাশি চালানো হয়। দোকানটিতে বিস্কুট ও সিগারেট বিক্রি করা হতো। তল্লাশির সময় দোকান থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা রাখায় দোকান মালিক শহিদ ও মাদক ব্যবসায়ী জহুরুলকে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।