সোমবার, ২৯ মে ২০২৩ , ০৯:০৬ পিএম
পঞ্চগড়ে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ মে) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
তিনি বলেন, অজ্ঞান পার্টির একটি চক্র জেলার বিভিন্ন এলাকার লোকদের সঙ্গে নিয়ে টিউবওয়েলের পানির সঙ্গে, ট্যাংকির পানিতে চেতনানাশক মিশিয়ে চুরিসহ নানা অপরাধ করে আসছিল। চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সঙ্গে অনেকেই সম্পৃক্ত। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দিনসহ জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।