images

দেশজুড়ে

রাস্তার পাশে পুত্রসন্তান জন্ম দিলো ভারসাম্যহীন নারী

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ , ১১:৩৫ এএম

images

খুলনার পাইকগাছা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্রসন্তান জন্ম দিয়েছেন। 

বৃহস্পতিবার (১ জুন) উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩১ মে) দুপুর ১২টায় উপজেলার গড়ইখালী বাজারস্থ অটোস্ট্যান্ডের পাশে সন্তান প্রসব করেন ওই নারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ভারসাম্যহীন নারী সন্তান জন্ম দেওয়ার পর ইশারা-ইঙ্গিতে বাচ্চার প্রতি টান দেখালেও বুকের দুধ খাওয়াতে আপত্তি করছেন। পরে একই দিন বিকেলে সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ঘটনাস্থলে পৌঁছে ভারসাম্যহীন মা ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, ভারসাম্যহীন মা-নবজাতকের ওষুধ ও খাবারসহ সবকিছুই সরবরাহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, নবজাতকের ভবিষ্যতের জন্য আলোচনা সাপেক্ষে কোনো পরিবার বা প্রতিষ্ঠানকে দত্তক দেওয়া যেতে পারে।