শনিবার, ২২ জুলাই ২০২৩ , ০৭:৪৩ পিএম
পটুয়াখালীর দুমকি উপজেলায় ইউপি নির্বাচনে ভোটে জেতার কয়েক ঘণ্টা পর স্ত্রীকে তালাক দেন এক স্বামী। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী নার্গিস বেগম।
বুধবার (১৯ জুলাই) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি। মামলাটি আমলে নিয়ে আদালত সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির বাদশা।
অভিযুক্ত ব্যক্তির নাম নাসির উদ্দিন। তিনি উপজেলার ৫ নম্বর শ্রীরামপুর ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই ইউপি নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে জয়লাভ করেন নাসির উদ্দিন। কিন্তু ফল প্রকাশের কয়েক ঘণ্টা পর দ্বিতীয় স্ত্রী নার্গিসকে তালাক দেন তিনি। পরে দেড় বছর বয়সী সন্তানকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে এ ঘটনায় নার্গিস নারী ও শিশু নির্যাতন দমন ও যৌতুক নিরোধ আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
এদিকে মামলায় অভিযোগ করা হয়েছে, প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করেন আসামি নাসির। বিয়ের পরে বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। নির্বাচনের খরচের নামে ও ঋণের কারণে আরও টাকা দাবি করেন তিনি। এ নিয়ে তার ওপর নির্যাতন চালাতেন আসামি নাসির। পরে নার্গিসকে গত ১৮ জুলাই ঘরে আটকে রেখে মারধর করে নাসির। এ সময় সাদা চারটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর ও টিপ নিয়ে ঘর থেকে বের করে দেন।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা জানান, ‘বেপরোয়া চলাচল ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর কারণে পারিবারিক সমঝোতার ভিত্তিতে ইসলামি শরিয়াহ মোতাবেক ও নগদ লেনদেন পরিশোধপূর্বক তালাক দেওয়া হয়েছে’।
নিকাহ রেজিস্ট্রার (কাজি) মাওলানা জাকারিয়া জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দু’পক্ষের সম্মতিতেই তালাক সম্পন্ন হয়েছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, এ ঘটনার বিষয়টি অবগত না। কিন্তু আদালতের আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।